স্বাধীনতা পুরস্কার ২০২১ তালিকা
স্বাধীনতা পদক ২০২১
স্বাধীনতা পুরস্কার ২০২১

বিশ্বের প্রতিটি দেশেই সে দেশের সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য , রাষ্ট্র ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য বিশিষ্ট নাগরিক দের দেশের সর্বোচ্চ পুরস্কার দিয়ে পুরস্কৃত করে থাকে।
পৃথিবীর বিভিন্ন দেশে এই রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার( বেসামরিক) কে বিভিন্ন নামে ডাকা হয় যেমন:
১.ইংল্যান্ড – কপলি পদক
২. মার্কিন যুক্তরাষ্ট্র- মেডেল অব ফ্রিডম পদক
৩. ভারত – ভারতরত্ন
৪. পাকিস্তান- নিশান-ই-পাকিস্তান
তেমনি আমাদের বাংলাদেশেও স্বাধীনতা পুরস্কারকে সর্বোচ্চ পুরস্কার হিসেবে গণ্য করা হয়।
এটির যাত্রা শুরু ১৯৭৭ সালে তৎকালীন অবৈধ সামরিক সরকারের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ।এই পুরস্কার জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠিকে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানসমূহকেও এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয় । এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এই পুরস্কার পায়।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
স্বাধীনতা পুরস্কার ২০২১ পদকপ্রাপ্তরা হলেন

১. মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
২. শহীদ আহসান উল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৩. মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৪. মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৫. ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি)
৬. মহাদেব সাহা (সাহিত্য)
৭. আতাউর রহমান (সংস্কৃতি)
৮. গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি)
৯. অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা/জনসেবা) ও
১০. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)।
নিয়ম অনুযায়ী ২৪ মার্চ এ পদক প্রদানের কথা থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়।১১ এপ্রিল রবিবার এই পুরস্কার দেওয়া হয় ।১১ এপ্রিল রাজধানীর ওসমানী স্মতি মিলনায়তনে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত থেকে পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন।
সামিউল হক (নিঝুম )
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।
আরো পড়ুন
সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রথম সব এডমিশন টেস্ট, বিসিএস
বাজেট বিষয়ে প্রশ্ন এবং উত্তরঃ এডমিশন টেস্ট, বিসিএস, সাধারন জ্ঞান

Hi, I am Sami, I am studying public administration at Chittagong university.