রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস ২০২২ ( Xiaomi Redmi Note 8 price in Bangladesh )

রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস বাংলাদেশ মার্কেট

রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস অনুযায়ী এটি বাজারে বেশ ভাল সাড়া দেওয়া ফোন। রেডমি নোট ৮ এর সামগ্রিক পারফর্মেন্স ভাল যা আপনাকে দিবে চমৎকার ইউজার এক্সপেরিয়েন্স। একজন স্মার্টফোন ব্যবহারকারী হিসেবে আপনি যদি রেডমি নোট ৮ বাছাই করেন আপনি ভুল করবেন না৷

রেডমি নোট ৮ বাংলাদেশ মার্কেট প্রাইস

রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস তিন ধরনের। অর্থাৎ তিন রকমের দামে আপনি ফোনটি কিনতে পারেন। বলে রাখা ভাল এখানে তিনটি দাম অফিসিয়াল। কোনো ধরনের আন-অফিসিয়াল স্মার্টফোন কেনা থেকে বিরত থাকুন। বাংলাদেশ বিটিআরসি নতুন নির্দেশে আগস্ট এর শুরু থেকে আন-অফিসিয়াল ফোন ব্যান হচ্ছে। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। প্রয়োজনে আপনার পছন্দের ফোনটি ক্রয় করার আগে অফিসিয়াল কি না তা চেক করে নিবেন। বিটিআরসি-এর ডাটাবেজে যেকোনো স্থান থেকে যেকোনো ফোন চেক করতে পারবেন অফিসিয়াল নাকি আন-অফিসিয়াল। এটা কেবল ১ মিনিটের ব্যাপার।

অফিসিয়াল রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস

অফিসয়াল রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস
রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস এর ধরন ছবি

রেডমি নোট ৮ দাম কত?

রেডমি নোট ৮ বাংলাদেশে দাম

  • ১৭,৪৯৯ টাকা( যদি আপনি ৩ জিবি রেম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিতে চান তবে এই দামে পাবেন)
  • ১৮,৯৯৯ টাকা ( যদি আপনি রেম চান ৪ জিবি এবং ইন্টার্নাল স্টোরেজ চান ৬৪ জিবি তবে অবশ্যই আপনাকে এই দামে ফোনটি নিতে হবে)
  • ২০,৯৯৯ টাকা (যদি আপনি রেম চান ৪ জিবি কিন্তু ইন্টার্নাল স্টোরেজ চান ১২৮ জিবি এ ক্ষেত্রে আপনি এই নির্ধারিত দামে পাবেন) 

রেডমি নোট ৮ এর আকর্ষণীয় ফিচার হল এর প্রসেসর কোয়ালকমের এসডিএম স্ন্যাপড্রাগন ৬৬৫ এর অক্টাকোর ৪x২.০ গিগাহার্জ যা একটা ফোনে অভারল মাল্টিটাস্কিং এর জন্য সেরা।

এরপর রেডমি নোট ৮ এর স্মার্টফোনটির ডিসপ্লের দৈর্ঘ 6.3 ইঞ্চি যা ব্যবহৃত ট্যাকনোলজি IPS LCD এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশনের ভিউ।

রেডমি নোট ৮ পেছনের ক্যামেরায় একটি 48 এমপি (প্রশস্ত) + 8 এমপি (আল্ট্রাওয়াইড) + 2 এমপি (ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা) + 2 এমপি গভীরতা সেন্সর লেন্স রয়েছে, নিঃসন্দেহে বেক কেমেরা আপনাকে হতাশ করবেনা, মন মতো ছবি তুলা সম্ভব, কোয়ালিটিফুল ত বটেই।

তবে সামনের ক্যামেরায় একটি 13 এমপি সেন্সর রয়েছে।

ফোনের সেন্সরগুলির মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট (পিছনে-মাউন্ট করা), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস।

স্মার্টফোনটিতে রয়েছে ব্যাটারি লিথিয়াম পলিমার  Li-Po 4000  mAh + দ্রুত ব্যাটারি চার্জিং 18W! বেশ সুবিধাজনক ভাবতে পারেন।

যদিও বর্তমানে এন্ড্রয়েড ১১ চলে তবে রেডমি নোট ৮ এ আপনি পাবেন Android 9.0 (Pie) + MIUI 10

Xiaomi Redmi Note 8 এর কালার Neptune Blue, Moonlight White, Space Black

চার্জিং ফোর্ট এটিতে 2.0, টাইপ-সি 1.0 বিপরীত সংযোগকারী, ইউএসবি বৈশিষ্ট্য রয়েছে।

আরো পড়ুন OnePlus 10 Pro price in bd, Chittagong, Dhaka, Bangladesh.

Leave a Comment