রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস বাংলাদেশ মার্কেট
রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস অনুযায়ী এটি বাজারে বেশ ভাল সাড়া দেওয়া ফোন। রেডমি নোট ৮ এর সামগ্রিক পারফর্মেন্স ভাল যা আপনাকে দিবে চমৎকার ইউজার এক্সপেরিয়েন্স। একজন স্মার্টফোন ব্যবহারকারী হিসেবে আপনি যদি রেডমি নোট ৮ বাছাই করেন আপনি ভুল করবেন না৷
রেডমি নোট ৮ বাংলাদেশ মার্কেট প্রাইস
রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস তিন ধরনের। অর্থাৎ তিন রকমের দামে আপনি ফোনটি কিনতে পারেন। বলে রাখা ভাল এখানে তিনটি দাম অফিসিয়াল। কোনো ধরনের আন-অফিসিয়াল স্মার্টফোন কেনা থেকে বিরত থাকুন। বাংলাদেশ বিটিআরসি নতুন নির্দেশে আগস্ট এর শুরু থেকে আন-অফিসিয়াল ফোন ব্যান হচ্ছে। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। প্রয়োজনে আপনার পছন্দের ফোনটি ক্রয় করার আগে অফিসিয়াল কি না তা চেক করে নিবেন। বিটিআরসি-এর ডাটাবেজে যেকোনো স্থান থেকে যেকোনো ফোন চেক করতে পারবেন অফিসিয়াল নাকি আন-অফিসিয়াল। এটা কেবল ১ মিনিটের ব্যাপার।
অফিসিয়াল রেডমি নোট ৮ বাংলাদেশ প্রাইস

রেডমি নোট ৮ দাম কত?
রেডমি নোট ৮ বাংলাদেশে দাম
- ১৭,৪৯৯ টাকা( যদি আপনি ৩ জিবি রেম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিতে চান তবে এই দামে পাবেন)
- ১৮,৯৯৯ টাকা ( যদি আপনি রেম চান ৪ জিবি এবং ইন্টার্নাল স্টোরেজ চান ৬৪ জিবি তবে অবশ্যই আপনাকে এই দামে ফোনটি নিতে হবে)
- ২০,৯৯৯ টাকা (যদি আপনি রেম চান ৪ জিবি কিন্তু ইন্টার্নাল স্টোরেজ চান ১২৮ জিবি এ ক্ষেত্রে আপনি এই নির্ধারিত দামে পাবেন)
রেডমি নোট ৮ এর আকর্ষণীয় ফিচার হল এর প্রসেসর কোয়ালকমের এসডিএম স্ন্যাপড্রাগন ৬৬৫ এর অক্টাকোর ৪x২.০ গিগাহার্জ যা একটা ফোনে অভারল মাল্টিটাস্কিং এর জন্য সেরা।
এরপর রেডমি নোট ৮ এর স্মার্টফোনটির ডিসপ্লের দৈর্ঘ 6.3 ইঞ্চি যা ব্যবহৃত ট্যাকনোলজি IPS LCD এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশনের ভিউ।
রেডমি নোট ৮ পেছনের ক্যামেরায় একটি 48 এমপি (প্রশস্ত) + 8 এমপি (আল্ট্রাওয়াইড) + 2 এমপি (ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা) + 2 এমপি গভীরতা সেন্সর লেন্স রয়েছে, নিঃসন্দেহে বেক কেমেরা আপনাকে হতাশ করবেনা, মন মতো ছবি তুলা সম্ভব, কোয়ালিটিফুল ত বটেই।
তবে সামনের ক্যামেরায় একটি 13 এমপি সেন্সর রয়েছে।
ফোনের সেন্সরগুলির মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট (পিছনে-মাউন্ট করা), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস।
স্মার্টফোনটিতে রয়েছে ব্যাটারি লিথিয়াম পলিমার Li-Po 4000 mAh + দ্রুত ব্যাটারি চার্জিং 18W! বেশ সুবিধাজনক ভাবতে পারেন।
যদিও বর্তমানে এন্ড্রয়েড ১১ চলে তবে রেডমি নোট ৮ এ আপনি পাবেন Android 9.0 (Pie) + MIUI 10
Xiaomi Redmi Note 8 এর কালার Neptune Blue, Moonlight White, Space Black
চার্জিং ফোর্ট এটিতে 2.0, টাইপ-সি 1.0 বিপরীত সংযোগকারী, ইউএসবি বৈশিষ্ট্য রয়েছে।
আরো পড়ুন OnePlus 10 Pro price in bd, Chittagong, Dhaka, Bangladesh.

অনলাইনে লিখতে ভাললাগা থেকেই এই ব্লগে নিয়মিত লিখে যাচ্ছি। এভাবে নিয়মিত কন্ট্রিবিউট করে যেতে চাই।