মেঘেদের দিন । বুক রিভিউ: সাদাত হোসাইন

সাদাত হোসাইনের ” মেঘেদের দিন “


বাংলাদেশের সাহিত্য অঙ্গনে নতুন দের মধ্যে বর্তমান সময়ে পাঠক জনপ্রিয়তার শীর্ষে আছেন সাদাত হোসাইন।তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র। আর “মেঘেদের দিন ” উপন্যাসে তিনি যেমন প্রকৃতির ভয়াবহ সুন্দর চিত্র এঁকেছেন ঠিক তেমনি মানুষের মধ্যে লুকিয়ে থাকা বন্য পশুর হিংস্রতাকে সামনে এনেছেন।

মাদারীপুরের সন্তান হ‌ওয়াতে ছোট বেলা থেকেই নদীর কাছাকাছি থেকে প্রকৃতি এবং মানুষের জীবন কে অনেক টা এক সমান্তরালে দেখেছেন বলেই তার প্রতিটি উপন্যাসে প্রকৃতির ছোঁয়া থাকেই ।


উপন্যাসের প্লট:


রাতে হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে । চারপাশটা কেমন স্থির , নিস্পন্দন । কোথাও গাছের পাতা অঙ্গিও নড়ছে না । যেন প্রলয়ঙ্করী কোনাে ঝড়ের প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি ।

মারুফ খানিকটা সরে এল তানিয়ার কাছে । তানিয়া প্রায় সঙ্গেসঙ্গেই বলল , আমার খুব ভয় করছে মারুফ ।

মারুফ অবাক গলায় বলল , ভয় করছে কেন ? জানি না কিন্তু প্রচণ্ড ভয় করছে । আমি তোমাকে বােঝাতে পারব না । ধুর বােকা । এখানে ভয় কিসের ? তানিয়ার মুখ শুকিয়ে গেছে ।

সে শুকনাে গলায় বলল , আমি জানি না । কিন্তু টের পাচ্ছি , কোনাে একটা ভয়াবহ বিপদ ঘটতে যাচ্ছে ।

কিসের বিপদ ? আমি জানি না । কিন্তু সত্যি বলছি ভয়াবহ কোনাে বিপদ । মারুফের আচমকা মনে হলাে তানিয়া যা বলছে তা সত্য ।

তানিয়ার ভয়টাকে আর অমূলক বা হেসে উড়িয়ে দেওয়ার মতাে কোনাে বিষয় মনে হচ্ছে না তার ।

বরং মনে হচ্ছে অমােঘ কোনাে সত্য । সে ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকালাে । মাথার ওপর অশরীরী উপস্থিতির মতাে দুটো আমগাছের ডাল কেমন ছড়িয়ে আছে ।

একটা বাঁদুর বা অন কোনাে নিশাচর পাখির ডানা ঝাপটানাের শব্দে আচমকা কেঁপে উঠল চারপাশ ।

ভেঙে খানখান হয়ে গেল রাতের নৈঃশব্দ্য । সেই শব্দে কেঁপে উঠল তানিয়াও । সে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল মারুফকে ।

তারপর মারুফের কানের কাছে মুখ নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল , আমি আর এখানে থাকব না মারুফ । এক মুহূর্তও না ।


আচ্ছা , তানিয়ার ভয়টা কি সত্যি অমুলক ছিল ? নাকি সত্যি কোন বিপদ আসতে চলেছিল ?জানতে হলে অবশ্যই পড়তে হবে “মেঘের দিন “

চমৎকার এই ব‌ইটি পড়তে আপনি চাইলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকে অর্ডার করতে পারেন ।

অথবা যে কোন সাধারণ ব‌ইয়ের দোকান থেকে কিনতে পারেন ।


রকমারি ডট কম – ১৯১৳ ( চার্জ প্রযোজ্য )সাধারণ দোকান – ১৭০৳
রিভিউ লেখক :রিফাত আনজুমসালিমগঞ্জ ডিগ্রি কলেজ ।

পেরিয়ড পেট ব্যথা কারণ এবং করণী সমন্ধে জানুন

মজার বিজ্ঞান বার্তা পড়ুন

Leave a Comment