মেকু কাহিনী
মুহম্মদ জাফর ইকবাল
‘মুহম্মদ জাফর ইকবাল’ স্যার কে নিয়ে নতুন করে কিছু বলার নাই। আমাদের সকলের প্রিয় তিঁনি। ১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন এই লেখক।পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিযুক্ত রয়েছেন।
‘মেকু কাহিনী ‘ এক হাস্যরসাত্নক কাহিনী। ছোট্ট বাচ্চা ছেলে মেকু কে নিয়ে এই কাহিনী। গল্পের প্রতিটি অংশ চরম হাস্যরসে ভরপুর। মেকু এক বাচ্চা ছেলে যে ছেলে অন্য বাচ্চাদের মতন নয়। মেকুর রয়েছে বিশেষ গুণ যা তাকে অন্য বাচ্চাদের থেকে আলাদা করে রেখেছে। মেকু তার চারপাশের সবকিছু বুঝতে পারে। মেকু কথাও বলতে পারে। একটা সদ্য জন্মানো বাচ্চার মুখে কথার বুলি সত্যিই অবিশ্বাস্য। মেকু তার কথার বুলিতে সহজেই দুষ্ট লোকদের কাবু করতে পারে। মায়ের পেট থেকে বের হয়ে প্রথমেই মেকু এক নতুন পরিবেশের সম্মুখীন হয়। তার মনে হয় এতোদিন তো ভালোই ছিল। হঠাৎ করে কোথায় এসে পড়ল সে। মেকু কে কেউ বকা দিলে, দুষ্ট কথা বললে সে সহজেই বুঝতে পারে। মেকু ও ছেড়ে দেয়ার পাত্র নয়,, সে সাথে সাথেই প্রতিশোধ নিয়ে নেয়। এভাবেই দুষ্ট লোকদের মেকু সহজেই কাবু করতে শুরু করে। মেকুর এতো দুরন্তপনায় তার মা-বাবা চিন্তিত হয়ে উঠে। তবে মেকুর বাবার থেকে তার মায়ের বেশি গর্ব মেকু কে নিয়ে। মেকুর মা সহজেই বুঝে যায় যে তাঁর ছেলে অন্য বাচ্চাদের মতন নয়। মেকু দিনের পর দিন এভাবেই নিজের জাদু দেখিয়ে চলতে থাকে। তবে সবসময় সময় ভালো যায় না কথায় আছে। একদিন একদল ছেলেধরার হাতে মেকু পড়ে। মেকু কে নিয়ে যায় এবং বড়মাপের মুক্তিপণ দাবী করে কিডন্যাপার রা। কিডন্যাপার রা তো জানে না মেকু যে বেলকি জানে। মেকু তার কথা বলার জাদু দিয়ে চরম বেলকি দেখাতে শুরু করে। কিডন্যাপার দের এমন চরম পরিস্থিতিতে ফেলে মেকু যে শেষে কিডন্যাপার দের কাল হয়ে দাঁড়ায় মেকু কে কিডন্যাপ করা। মেকু কিভাবে কিডন্যাপার দের পানিতে চুবানি খাওয়ায় আর কিভাবে মেকু নিজেই নিজেকে কিডন্যাপার দের হাত থেকে নিজেকে রক্ষা করে তা জানতে হলে আপনাকে পড়তে হবে মুহম্মদ জাফর ইকবাল এর ‘মেকু কাহিনী ‘
লেখকের অন্যান্য বই সমূহ: রাজু ও আগুনালির ভূত বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর নিতু আর তার বন্ধুরা কাজলের দিনরাত্রি গণিত এবং আরো গণিত মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ টুকি এবং ঝা’য়ের দু:সাহসিক অভিযান বিজ্ঞানী অনীক লুম্বা লাবু এলো শহরে অক্টোপাসের চোখ ভূতসমগ্র কিশোর নাটকসমগ্র ভয় কিংবা ভালোবাসা মিথ্যা বলার অধিকার ও অন্যান্য অন্যজীবন
অনুপম প্রকাশনী
মূল্য মাত্র -১৬০ টাকা।
The Corsican Brothers দ্য কর্সিকান ব্রাদার্স বই রিভিউ
মধ্যাহ্ন উপন্যাস হুমায়ুন আহমেদ

পাঠক,লেখক,বিতার্কিক,মুক্তমনা জ্ঞানপিপাসু।