মিষ্টান্ন নীলা হারুন বই রিভিউ

মিষ্টান্ন উপন্যাস

বুক রিভিউ: মিষ্টান্ন 

ক্যাটাগরি : সমকালীন উপন্যাস

লেখক:নীলা হারুন


ব্রিটিশ শাসিত বাংলার এক গ্রাম । সে গ্রামেরই এক বধূ একদিন ভুলক্রমে আবিষ্কার করে বসে একটি অপরিচিত , নতুন স্বাদের মিষ্টিজাতীয় খাবার । তারপর ? ঘটনাবলী এককেন্দ্রিক স্থির থাকেনি , গড়িয়ে গেছে সময়ের ফাঁকফোকর ধরে অপ্রত্যাশিত , নাটকীয় কিন্তু যৌক্তিকভাবে। অবিভক্ত ভারতবর্ষের এক ছােট্ট গ্রাম থেকে কলকাতাঘেঁষা মফস্বল পর্যন্ত বিস্তৃত এই উপন্যাসে একজন গ্রাম্যবধূর উদ্যোক্তা হয়ে ওঠা , জাতপাত প্রথা , আধাত্মবাদ , চক্রান্ত , কুসংস্কার ছাড়াও অতি সাধারণ কারণে মানুষের জীবন যে কত দ্রুত পাল্টে যেতে পারে- সবকিছুর উদাহরণ উঠে এসেছে স্বচ্ছন্দে । মাঝারি আকারের উপন্যাস । হলেও মিষ্টান্নের প্রতিটি শব্দ ও প্রতিটি বাক্যের যে ইশারা তার ব্যাখ্যা হাজার লাইন ছাড়িয়ে যাবে । এই উপন্যাসের প্রতিটি চরিত্র , প্রতিটি ঘটনাই প্রধান ও গুরুত্বপূর্ণ । মিষ্টান্নে অতিরিক্ত কিছু বলা নেই , কেবল যেটুকু বললেই সাহিত্য ফুটে উঠে- সেটুকুই লেখক আপ্রাণ লিখতে চেষ্টা করেছেন ।

চমৎকার এই ব‌ইটি পড়তে আপনি চাইলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকে অর্ডার করতে পারেন । অথবা যে কোন সাধারণ ব‌ইয়ের দোকান থেকে কিনতে পারেন।
রকমারি ডট কম – ১৫০৳সাধারণ দোকান – ১৩০-১৪০৳ব‌ইমেলা ২০২১- ১৫০৳


রিভিউ লেখক: সামিউল হক নিঝুম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Leave a Comment