মহাজাগরণ নিমাই ভট্টাচার্য

মহাজাগরণ

নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ: মহাজাগরণ

লেখক: নিমাই ভট্টাচার্য 

ক্যাটাগরি:উপন্যাস 

পৃষ্ঠা:১৯৭

বঙ্কিমচেন্দ্রর ‘আনন্দমঠ’ ও ‘বন্দে মাতরম ‘-এ যে দেশমাতৃকার মূর্তি দেশবাসীর মনে আবির্ভূত হয় ,সেই মূর্তিতে প্রাণের প্রতিষ্ঠা করলেন বিবেকানন্দ ।তাঁরই উদাত্ত আহ্বানে দেশমাতৃকার মুক্তিযজ্ঞে মনপ্রাণ সমর্পণ করতে দীক্ষিত হলেন দেশের কত অসংখ্য মানুষ!

একদিকে ভারতবিদ্বেষী কার্জনের বঙ্গভঙ্গ, অন্যদিকে বিলিতি জিনিস বর্জন এবং বঙ্গভঙ্গের   প্রতিবাদে উত্তাল হল সমগ্র বাংলা এবং সেই প্রথম রাজনৈতিক আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ল সমগ্র দেশে ।

তারপর অরবিন্দ আর তিলকের নেতৃত্বে শুরু হল সশস্ত্র বিপ্লব আন্দোলন

‘বন্দে মাতরম্’ ধ্বনি দিতে দিতে হাসিমুখে ফাঁসিতে প্রাণ দিলেন কত অসংখ্য বীর; স্বাধীনতার এই  যুদ্ধের বহু নেতা ও বীর সেনানীকে নির্বাসনে পাঠানো হল আন্দামানে ও বন্দী করা হল ভারতের নানা কারাগারে।এছাড়াও ভারতীয়দের দমনে ব্রিটিশ সরকারের আরো কতো কি!

জনপ্রিয় বাঙালি সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের ‘সূর্যোদয়’-এর পর বিংশ শতাব্দীর প্রথম দশকের অগ্নিঝরা দিন গুলো নিয়ে লেখা একটি উপন্যাস হলো ‘মহাজাগরণ ‘।

‘মহাজাগরণ ‘ উপন্যাসটি আসলে উপন্যাস নয়!

এটা একটি প্রবাহমান ইতিহাসের বায়েস্কোপ ।যেখানে পাঠকে দর্শকের আসনে বসিয়ে লেখক নিমাই ভট্টাচার্য ১৯৭ পৃষ্ঠা উল্টিয়ে ভারতবর্ষে বৃটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের গল্প গুলো দেখিয়েছেন ।

১৯৩১ সালে সাহিত্যিক নিমাই ভট্টাচার্য কলকাতায় জন্মগ্রহণ করেন ।তাঁর আদিনিবাস ছিল বর্তমান বাংলাদেশের যশোর জেলার মাগুরায় ।

১৯৬৮ সালে ‘মেমসাহেব ‘উপন্যাসটির মাধ্যমে তিনি সাহিত্য সমাজে অত্যন্ত পরিচিত ব্যক্তি হয়ে ওঠেন ।

তাঁর এই ‘মহাজাগরণ ‘উপন্যাসটি ২০০৪ সালে প্রকাশিত হয় ।

তবে দুঃখজনক হলেও সত্য যে ,২৫  জুন ২০২০ রাতে এই জনপ্রিয়, প্রতিভাবান লেখক কলকাতার টালিগঞ্জের বাড়িতে দেহত্যাগ করেন ।

আমার কাছে অসাধারণ লেগেছে উপন্যাস টি।আসলে এটা কোন সাধারণ উপন্যাস নয়।

বাঙালি জাতি হিসেবে যদি নিজেদের বীরত্বপূর্ণ 

বিদ্রোহীর ইতিহাস জানতে চান তবে “মহাজাগরণ ” উপন্যাসটি পাঠের অনুরোধ করছি ।অনেক কিছু শেখার আছে উপন্যাস টি থেকে বলে আমি মনে করি।

তাই নিজের সাহিত্য সম্পর্কে জানতে ,জ্ঞানের পরিধি বাড়াতে কিংবা কোয়ারেন্টাইন কাজে লাগাতে অবশ্যই পড়তে পারেন উপন্যাস টি ।

উপন্যাসটি নিকটস্থ ব‌ইয়ের মার্কেট অথবা আমাদের দেশের বিখ্যাত অনলাইন বুকশপ “রকমারিডটকম” থেকে সংগ্রহ করতে পারেন ।

সাধারণত দাম পড়বে :৮০-১২০ টাকা

“রকমারি ডট কম” থেকে দাম পড়বে:২০০ টাকা[চার্জ প্রযোজ্য] 

রিভিউ লেখক :

সামিউল হক ( নিঝুম ) 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

Leave a Comment