বুক রিভিউ: মধ্যবিত্ত প্রেম
ক্যাটাগরি : সমকালীন উপন্যাস
লেখক: আলিফ আহমাদ
প্রেম এবং ভালোবাসা ,এই দুই শব্দের মধ্যে কিছু টা হলেও পার্থক্য রয়েছে ।এটা অনেক টা সূক্ষ্ম পার্থক্য বিধায় সবাই এই পার্থক্য কে ধরতে পারে না। অনেক দিন থেকে ফেসবুকের নীল সাদার দুনিয়া তে ” মধ্যবিত্ত প্রেম ” নামের একটি বইয়ের ছবি আসছিল।
কিনবো ,কিনবো করে কেনা হয়নি কিন্তু বইমেলা থেকে অবশেষে কিনেই ফেললাম ।
মধ্যবিত্ত প্রেম গল্প কাহিনী:
বসন্ত নামের এক ছেলের সাথে কুসুম নামের এক মেয়ের ফেসবুকের পরিচয় থেকে ১৫ দিনের মাথায় বাসা থেকে পালিয়ে বিয়ে করার ঘটনা ।
সমালোচনা :যারা অনেক গুণী লেখক কিংবা সাহিত্যিকদের বই পড়েন বেশি বেশি , তাদের কাছে বইটি হাস্যকর বলে মনে হলেও ,
আমার কাছে তেমন টা মনে হয় নি ।কারণ এখানে লেখক সম্পূর্ণ বাস্তব ঘটনা তুলে ধরতে চেয়েছেন এর বেশি কিছু নয় ।
চমৎকার এই বইটি পড়তে আপনি চাইলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকে অর্ডার করতে পারেন । অথবা যে কোন সাধারণ বইয়ের দোকান থেকে কিনতে পারেন ।চাইলে একুশের বইমেলা ২০২১ থেকেও কিনতে পারেন ।
রকমারি ডট কম – ১৬৮ ৳ ( চার্জ প্রযোজ্য )সাধারণ দোকান – ১২০/১৩০৳বই মেলা -১৭০-১৮০৳(আমি ১৭০৳ তে নিয়েছি।)
রিভিউ লেখক :সামিউল হক নিঝুম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়