বাংলাদেশ পরিচিতি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)

বাংলাদেশ পরিচিতি সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান বাংলাদেশের প্রথম যা কিছু তার নাম

সাধারণ জ্ঞান বাংলাদেশ

সাধারণ জ্ঞান বাংলাদেশ ২০২১
সাধারণ জ্ঞান বাংলাদেশ


বাংলাদেশ,আমাদের প্রিয় মাতৃভূমি। স্বাধীনতার পূর্বে এবং পরে প্রথমবারের মতো  আমাদের দেশে ঘটে যাওয়া  নানা ঘটনা, ইতিহাস, স্থাপনা, প্রতিষ্ঠান ইত্যাদির তালিকা।

বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে বর্হিবিশ্বের কাছে পরিচিতি পায় ১৯৭১সালের ১৬ই ডিসেম্বরে পর থেকে কিন্তু ৬ই ডিসেম্বর ১৯৭১সালে সর্ব প্রথম ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তবে  বাংলাদেশের নামকরণ করা হয় তার স্বাধীনতার অনেক আগেই।প্রথম” বাংলাদেশ “শব্দটি ব্যবহার করে পুর্ববাংলার নামকরণ করেন শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর। তিনি বলেছিলেন”আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ।”
এভাবেই স্বাধীনতা অর্জন করার আগেই বাংলাদের নামকরণ করা হয়।


সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ছবি
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন

অনারব মুসলিম দেশ হিসেবে মালেশিয়া(২৫ ফেব্রুয়ারী, ১৯৭২)

আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল (১লা ফেব্রুয়ারি,১৯৭২)

ইউরোপের দেশ পোল্যান্ড (১২ ই জানুয়ারি, ১৯৭২)

আমেরিকার দেশ কানাডা (১৪ই ফেব্রুয়ারিত,১৯৭২)

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২

উল্লেখ্য ১৯৭২ সালের ১২ই জানুয়ারীতে পতাকার লাল বৃত্তের মাঝখান থেকে হলুদ মানচিত্রটি সরিয়ে ফেলা হয়।আর সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয় ১৯৭১সালের ৩রা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে আয়োজিত একটি জন সামাবেশে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২১
সাধারণ জ্ঞান বাংলাদেশ ছবি

স্বাধীনতার এই ঘোষণাপত্রটিকে বলা হয় বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান যা ১০ই এপ্রিল ১৯৭১সালে জারি করা হয়।আর সেই অনুসারে ১৭ই এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগরের বৈদনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে।যা মুজিবনগর সরকার নামে পরিচিত ছিল।  এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম আর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।এই সরকারই স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশের সরকার গঠন করে যা ৩০ই ডিসেম্বর ১৯৭১সালে বাংলাদেশের নতুন মমন্ত্রিপরিষদ গঠন করে আর সেই মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ছিল ১৩ জন।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১
বাংলাদেশ সাধারণ জ্ঞাণ গণপরিষদ

যেখানে গণপরিষদের ৪১৪জন সদস্য উপস্থিত ছিলেন এবং অধিবেশন উদ্বোন পরেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আর সভাপতিত্ব  করেন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ,গণপরিষদের প্রথম স্পিকার    ছিলেন শাহ আব্দুল হামিদ । উল্লেখ   প্রথম  রাজনৈতিক দল হল আওয়ামী লীগ।

স্বাধীনতার পরে ১৯৭২ সালের ৩০জুন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয় যার আকার ছিল ৭৮৬কোটি টাকা আর এই বাজেট টি সংসদে উউত্থাপন করেন  আ হ ম মুস্তাফা কামাল।

তবে এই পর্যন্ত আবুল মাল আবদুল মুহিত সবচেয়ে বেশি বার(১০ বার)বাজেট উত্থাপন করেন।

১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান  কার্যকর করা হয় (যা এখনো পর্যন্ত ১৭বার সংশোধন করা হয়েছে)এই সংবিধান অনুযায়ী ১৯৭২সাল থেকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। কিন্তু ১৯৭৫ সালের সামরিক অভুয়ত্থান ও সামরিক আইন জারির মাধ্যমে দেশে প্রথমবারের মতো সামরিক শাসন শুরু হয় যা ১৯৯১সালে পুনরায় মমন্ত্রিপরিষদ শাসিত সরকারে পরিবর্তির করা হয়।

উল্লেখ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হল খালেদা জিয়া

প্রথম মহিলা  বিরোধী দলনেতা হল শেখ হাসিনা, প্রথম মহিলা সাংসদ আবেদা চৌধুরী(৩১২ নং আসন)।

বাংলাদেশ পরিচিতি সাধারণ জ্ঞান
বাংলাদেশ পরিচিতি সাধারণ জ্ঞান ছবি


বাংলাদেশের প্রথম বিভাগ ছিল ৩টি ঢাকা,চট্টগ্রাম ও রাজশাহী

আর প্রথম জেলা হল চট্টগ্রাম (১৯৬৬)তবে কেউ কেউ মনে করেন যশোর(১৭৮১)।

কিন্তু বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হল যশোর

 প্রথম wifi  নগরি সিলেট

প্রথম সিটি কর্পোরেশন ঢাকা (১৯৯০)

আর প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ(ঢাকা সিটি কর্পোরেশন)।

  প্রথম পৌরসভা ছিল ঢাকা (১৮৬৪)।

প্রথম আইটি ভিলেজ হল কালিয়াকৈর।

এবার একটু অর্থনীতির দিকে দেখি;

স্বাধীনতার পর  তৎকালীন  পাকিস্তানের স্টেট ব্যাংক অফ পাকিস্তান এর পুর্বপাকিস্তান অংশ কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়।

প্রথম বেসকারি ব্যাংক হল এবি ব্যাংক (পুর্ব নাম আরব-বাংলাদেশ ব্যাংক) যা ১৯৮১সালের ৩১শে ডিসেম্বর প্রতিষ্ঠা করা হর।

বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রথম ১৯৮৩ সালে ২রা অক্টোবর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।উল্লেখ ২০০৬সালে দারিদ্র্য বিমোচনের জন্য গ্রামীণ ব্যাংক এবং ড.মুহাম্মদ ইউনুস ( প্রথম বাংলাদেশী ব্যক্তি)  যৌথভাবে শান্তিতে নোবেল পায়।

কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয় ১৯৭৩সালে।

প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক।


বাংলাদেশের প্রথম EPZ (১৯৮৩)হল চট্টগ্রাম EPZ.প্রথম পাটকল ছিল নারায়ণগঞ্জ এর বাওয়া জুট মিলস লিঃ(১৯৫২)

সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় বিষয় সমূহ
সাধারণ জ্ঞাণ বাংলাদেশ

প্রথম  সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট কোঃ লিঃ

প্রথম কাগজকল হল কর্ণফুলী পেপার মিল(১৯৫৩)

প্রথম বস্ত্রকল হল সায়হাম কটন মিলস্, প্রথম তৈরি পোশাক কারখানা হল রিয়াজ গার্মেন্ট (১৯৬০) যা ১৯৭৮সালে প্রথম বৈদেশিক রপ্তানি শুরু করে।

প্রথম ট্যানারি স্থাপন করা হয় নারায়ণগঞ্জ এ ১৯৪০ সালে।

বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাস খনি সিলেটের হরিপুরে(১৯৫৫) এবং প্রথম উত্তলন শুরু হয় ১৯৫৭সালে,প্রথম কয়লা  বিদ্যুৎ কেন্দ্র  বড়পুকুরিয়া,প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র হরিপুরের বিদ্যুৎ কেন্দ্র, প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র হল রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং জল বিদ্যুৎ কেন্দ্র হল কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র।

এবার আসি যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশের প্রথম

বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ১৯৭১ সালে ২৯শে জুলাই যার ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। আর এটি মুজিবনগর সরকার প্রকাশ করে।

প্রথম ডাক ঘর হল চুয়াডাঙ্গা ( ১৪ই এপ্রিল, ১৯৭১)।

বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন  ব্যবস্থা চালু হয় ৪ঠা জানুয়ারি ১৯৯০

বাংলাদেশের প্রথম বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র ২৫শে ডিসেম্বর ১৯৬৪সালে।

প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্রের সম্প্রচার শুরু হয়,ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৬সাল থেকে,প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১(১২ই মে ২০১৮) প্রথম সংবাদপত্র হল দৈনিক আজাদী।


বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর হল চট্টগ্রাম বন্দর(১৮৮৭),প্রথম নদী বন্দর নারায়ণগঞ্জ  নদী বন্দর,প্রথম বিমানবন্দর হল শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর,প্রথম রেলওয়ে স্টেশন জগতি স্টেশন।


বাংলাদেশের প্রথম শিক্ষা ও গবেষণার দিকে একনজরে

বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ব বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১)

প্রথম বেসরকারি বিশ্ব বিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, প্রথম সরকারি মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ, প্রথম বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজ।

প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়,প্রথম ইঞ্জিনিয়ারিং বিশ্ব বিদ্যালয় BUET(১৯১২)

পার্বত্য অঞ্চলের প্রথম বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অন্যান্য

বাংলাদেশে প্রথম শহীদ মিনার তৈড়ি করা হয়েছিল রাজশাহী কলেজ ছাত্রাবাস এলাকায়।

প্রথম স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয় ১৯৭৮ সালে।

প্রথম যাদুঘর  মুক্তিযুদ্ধ জাদুঘর (২২শে এপ্রিল, ১৯৯৬)

প্রথম লাইব্রেরি ছিল রাজা রামমোহন রায় লাইব্রেরি (১৩১৩)

প্রথম চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা (১৯৭৪)

প্রথম বোট্যানিক্যাল গার্ডেন (১৯৬১)

জাতীয় ইকো পার্ক (২০০১)

প্রথম সাফারি পার্ক হল ডুলহাজারা সাফারি পার্ক(১৯৯৯)

প্রথম স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম (১৯৫৪)


বাংলাদেশের প্রথম সিনেমা ছিল মুখ ও মুখোশ (১৯৫৬)

প্রথম সিনেমা হল ছিল শাবিস্তান সিনেমা হল

প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা “ওরা ১১ জন” (১৯৭২)।

লেখাঃ

তামান্না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Cliffs TOEFL Analysis; ক্লিফস টোফেল।। এডমিশন টেস্ট

পদ্মা সেতু নিয়ে যেসব প্রশ্ন হতে পারে; এডমিশন টেস্ট

1 thought on “বাংলাদেশ পরিচিতি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)”

  1. স্বীকৃতকারী দেশের তালিকা আগে যে দেশ দিয়েছে তার নাম আগে দিলে আরো পড়তে সুবিধা হতো। ধন্যবাদ

    Reply

Leave a Comment