পদ্মা সেতু খুটিনাটি
এই তথ্যটি বিশ্ববিদ্যালয় এডমিশন ও যে কোন চাকরির পরীক্ষায় কাজে দিবে।
মনে রাখার জন্য ছোট ছোট করে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
- পদ্মা সেতু অফিসিয়াল নামঃ বহুমুখী পদ্মা সেতু।
- পদ্মা সেতুর পরিচালকঃ মোঃ শফিকুল ইসলাম।
- অবস্থিতঃ পদ্মা নদীর উপর।
- ধরণঃ একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- পদ্মা সেতু সংযোগ হয়েছেঃ লৌহজং ও মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুরের। অর্থাৎ দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের।
- দৈর্ঘঃ ৬.১৫(পানি অংশের) ডাঙার অংশ হিসেবে প্রায় ৯ কিলোমিটার। প্রস্থঃ ১৮.১০ মি.
- নির্মাণ শুরুঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে।
- নির্মাণ শেষঃ সম্ভাব্য ২০২২ সালের এপ্রিলে(পরিচালক শফিকুল ইসলামের মতে)
- লেন সংখ্যাঃ ৪টি
- স্থর সংখ্যাঃ দুই তল বিশিষ্ট সেতু,উপরের স্তরে যান চলাচল রাস্তা এবং নিচের স্তরে রেলপথ।
- রেলপথের সংখ্যাঃ ০১ টি

পদ্মা সেতু; স্প্যান সংখ্যাঃ ৪১টি
- সবগুলো স্প্যান বসাতে সময় লেগেছেঃ ৩৮মাস।
- প্রতিটি স্প্যানের দৈর্ঘঃ ১৫০ মি.
- প্রথম স্প্যান বসানো হয়ঃ ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে ৩৭ ও ৩৮ নং খুটিতে।
- সর্বশেষ স্প্যানঃ ৪১তম,নাম, টু-এফ। ১০ ডিসেম্বর ২০২০
- মোট খুটি বা পিলার সংখ্যাঃ ৪২টি
- পদ্মাসেতুর নকশাকারঃ AECOM
- নির্মাণকারী প্রতিষ্ঠানঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিঃ
- মোট খরচ হবেঃ ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।
- এ পর্যন্ত খরচঃ আনুমানিক ২৪ হাজার কোটি+ সম্ভাব্য যান চলাচল শুরু হবেঃ ২০২২ সালের এপ্রিল মাসে।(পরিচালক এর মতে)
পদ্মা সেতু; ১৫ বছরের জন্য টোল খরচঃ
মোটর সাইকেলঃ ১০৫/- কার জিপঃ ৭৫০/- ছোট বাসঃ ২০২৫/- বড় বাসঃ ২৩৭০/- পাঁচ টন ট্রাকঃ ১৬২০/- আট টন ট্রাকঃ ২৭৭৫/- মাইক্রোবাসঃ ১২৯০/- প্রতি ১৫ বছর পর পর টোল ফি ১০% করে বৃদ্ধি পাবে।তবে সর্বশেষ কত পর্যন্ত হয় তা সরকারের উপর নির্ভর করে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার টিপস
#তথ্যসূত্রঃ বিবিসি নিউজ

অনলাইনে লিখতে ভাললাগা থেকেই এই ব্লগে নিয়মিত লিখে যাচ্ছি। এভাবে নিয়মিত কন্ট্রিবিউট করে যেতে চাই।