বুক রিভিউ: ” নূর-ই-মুঘল”
ক্যাটাগরি : ঐতিহাসিক উপন্যাস
লেখক:মিদহাদ আহমাদ
ঐতিহাসিক উপন্যাস পড়তে কারই না ভালো লাগে বলুন ? তার উপর যদি সেটা মুঘল সাম্রাজ্যের উপর হয়ে থাকে তবে তো কথাই নেই ।
মুঘল সাম্রাজ্যের অন্যতম এক মহীয়সী সম্রাজ্ঞী ছিলেন নুরজাহান ,( আসল নাম : মেহেরুন্নেসা )তিনি সম্রাট জাহাঙ্গীরের সম্রাজ্ঞী ছিলেন ।” নূর -ই- মুঘল ” উপন্যাসটি তাকে নিয়ে লিখেছেন লেখক মিদহাদ আহমাদ ……
এই উপন্যাস পড়তে গিয়ে পাঠক কিছুক্ষণের জন্যও হারিয়ে যাবে মুঘল হেরেমের অন্তরালে , প্রাসাদ ষড়যন্ত্র আর খুনখারাপির মাঝে ভালবাসার বাগানবিলাসে , সমকাল থেকে ইতিহাসের অপার অরণ্যে । উপন্যাসের পাতায় পাতায় বিধৃত নূরজাহানের সাহস , শৌর্য আর শক্তি যেমন বিস্ময়াহত করে আমাদের তেমনি তাঁর জীবনের বিয়ােগান্ত অন্তিমাবস্থা চোখের কোণে অশ্রুও সঞ্চার করে । উপন্যাস পড়া শেষ হলেও অশেষ হয়ে কানে বাজে ‘ নূর – ই – মুঘল ‘ এর শেষ পঙক্তিটি
তার কবর থেকে হয়তােবা এখনও দৈববাণী ধ্বনিত হয় ‘ আমার দুঃখ একটাই আমার সাহসী কোনাে শত্রু নাই । ‘
চমৎকার এই বইটি পড়তে আপনি চাইলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকে অর্ডার করতে পারেন । অথবা যে কোন সাধারণ বইয়ের দোকান থেকে কিনতে পারেন ।
রকমারি ডট কম – ১৫০৳সাধারণ দোকান – ১৩০-১৪০৳বইমেলা ২০২১-১৫০৳
রিভিউ লেখক :সামিউল হক নিঝুম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।