দ্য গড অফ স্মল থিংস
অরুন্ধতী রায়
বই রিভিউ | দ্য গড অফ স্মল থিংস |
অনুবাদক | সুস্মিতা রায় |
পৃষ্ঠা সংখ্যা | ৩২০ |
মূল্য | ৪০০ টাকা |
প্রকাশক | আনন্দ নিকেতন, বাংলা বাজার, ঢাকা |
দ্য গড অফ স্মল থিংস রিভিউ: দি গড অব স্মল থিংস অরুন্ধতি রায় “দি গড অব স্মল থিংস”নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার গ্রন্থ। অরুন্ধতি রায় একজন ভারতীয় ঔপন্যাসিক এবং রাজনৈতিক আন্দোলনকারী।তিনি পরিচিত হয়ে আছেন তার পুরষ্কার বিজয়ী উপন্যাস দি গড অব স্মল থিংস এর জন্য। ১৯৯৮ সালে ম্যান বুকার পুরষ্কার লাভ করে এই উপন্যাসটি।১৯৯৭ সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আম্মু,এস্থা ও রাহেল।বামপন্থী সরকার,খ্রিষ্ট্রধর্ম,ধর্মবৈষম্য,যৌনতা বিষয়গুলো বহুমাত্রিক ধারায় এই উপন্যাসে উপজীব্য হয়ে উঠেছে।মূল কাহিনী গড়ে উঠেছে আম্মু, তার যমজ দুই ছেলেমেয়ে এস্থা ও রাহুল কে নিয়ে।
চরিত্র
যেসব চরিত্র রয়েছে এই উপন্যাস এ –
- আম্মু
- এস্থা
- রাহেল
- চাকো
- মামাচি
- সোফি মল
- পিল্লাই
- বেবি কোচাম্মা
- ল্যারি
- ফাদার মুলিগ্যান
- বাবা রেভারেন্ড
- ই.জন.ইপ
- ভেলুথা
- ভিলে পাপ
- চেল্লা
- কুট্টাপেন
- প্লেমাউথ
- মি.হলিক
- কচু মারিয়া
- ম্যাক ক্যাসলিন
- ক্যামলিন
- লেনিন
- ল্যারি ম্যাক
- ম্যাথ টমাস
সূচিপত্র
১. এক স্বর্গীয় উদ্যান
এয়েমেনেম এর আবহাওয়া বর্ণণা দিয়ে গল্প শুরু।এস্থা ও রাহেল যমজ ভাইবোন,তাদের চেহারায় কোন মিল ছিল না যেমনটা যমজ ভাইবোনদের মধ্যে থাকে।তাদের মায়ের নাম আম্মু যিনি মাত্র ৩১ বছর বয়সে মারা যান।এস্থা ও রাহেল এর জন্মের কিছুদিন পড়েই তাদের বাবা মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।সোফি মল ছিলেন এস্থা ও রাহেলের মামাতো বোন।সোফির মৃত্যুবরণে কল্পনায় – “তোমাকে আজ দিলাম সপে,বিশ্বপিতার হাতে, তুমি তো ছেড়েছো দেহ,গড়েছো গেহ তারই সাথে, আমরা তোমায় শুইয়ে দিলাম মাটির বিছানায়, ভালোয় ভালোয় পৌঁছে যেও তোমার ঠিকানায় ” উপন্যাসে আমরা দেখি এস্থা আস্তে আস্তে নিজেকে বহির্জগৎ থেকে গুটিয়ে নিতে শুরু করে।রাহেল কে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল কারণ অভিযোগ ছিল সে বড় মেয়েদের ধাক্কা দিত,সিগারেট খেত।ল্যারি ও রাহেল বিয়ে করেছিল কিন্তু তাদের বিয়ে বেশিদিন টিকে নি।
২. যে জীবন দোয়েলের, ফড়িঙের
ডিসেম্বর মাসের বর্ণনা,আম্মুর রুপের বর্ণনা,আম্মুর বিয়ে,প্রসব বেদনা,এস্থা ও রাহেলের জন্ম, সন্তানদের তীব্র শাসন,আবার শাসনের মতোই আদর,আম্মুর বিবাহবিচ্ছেদ, মামাচির আচারের ব্যবসা,মামাচির আচার তৈরির চেয়ে বেশি অর্ডার,মামাচিকে পাপাচির প্রতি রাতে ফুলদানি দিয়ে মারা,পাপাচির মৃত্যুতে মামাচির হৃদয় বিদারক কান্না ফুটে উঠেছে এই পর্বে।আরো রয়েছে আম্মুর বই পড়া,রাহেল ও এস্থার মুগ্ধ চোখে আম্মুর বই পড়া দেখা।চাকোর ভন্ডামি,সে সুন্দর মহিলা কর্মচারীদের ঘরে ডেকে এনে শ্রমিক অধিকার আর ট্রেড ইউনিয়ন আইনের ওপর বক্তৃতা দেয়ার অজুহাতে তাদের সঙ্গে যৌন আলাপে মত্ত হতো।ধানচাষীদের এগার ঘন্টা বাধ্য করা হতো কাজ করতে।ভেলুথার বিষ্ময়কর হাতের প্রতিভা,তাকে ক্ষুদে জাদুকর মনে হত,সে মজার খেলনা বানাতে পারত,এস্থা ও রাহেলকে ভেলুথা শিখিয়েছিল কিভাবে মাছ ধরতে হয়।
৩. সবার উপরে মানুষ সত্য
এখানে এস্থা ও রাহেল এর মধ্যে অন্যরকম আকর্ষণ ফুটে উঠেছে, রহস্যময় সবকিছু এখানে,এখানে এস্থা ও রাহেলের সম্পর্ক ভাইবোনের চেয়েও বেশি কিছু
৪. অভিলাষ টকিজ
এখানে এস্থার সাথে অরেঞ্জডিংকস,লেমনড্রিংকস ওয়ালার যৌন আচরণ ফুটে উঠেছে। লিঙ্গ ধরতে বলা, এস্থার তাতে সায় দেয়া,তবে সেই সাড়া ছিল প্রচুর ভয়ের সাথে। বলতে গেলে একপ্রকার ভয় থেকেই এস্থা সাড়া দিয়েছিল।সেই লেমনড্রিংকস ওয়ালার সাথে আবার এস্থার মায়ের ভালো সম্পর্ক গড়ে উঠে,যেটা অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায় এস্থার কাছে
৫. শঙ্খচিল শালিকের দেশ
৬. বিমান বন্দরের ক্যাঙগারু
ছোট বাচ্চাকে ‘স”স’ শব্দ করে হিঁসি করানো,বোতলে লিঙ্গ ঢুকিয়ে প্রস্রাব করানোর চেষ্টা ছোট বাচ্চাদের, আম্মুর প্রতি এস্থা ও রাহেলের ভালোবাসা,যেমন আম্মু বলেছিল বাচ্চাদের জন্য বাবা প্রয়োজন,তখন এস্থা ও রাহেল আম্মুকে বলে,”বাবার প্রয়োজন নাই,তুমি বাবার চেয়েও বেশি,তুমি আমাদের কাছে বাবা মা দু’জন ”
৭. আলোর পান্ডুলিপি
এখানে আম্মু রাহেল ও এস্থাকে ফুটপাত দিয়ে হাঁটতে বলে কারণ ফুটপাত দিয়ে হাঁটলে দুর্ঘটনা কম হয়।আম্মুর মৃত্যু, চার্চে দাহ করতে না দেয়া,ইলেক্ট্রিক চুল্লিতে পোড়ানো, রাহেল এর হৃদয়অনু্ভূতি।
৮. সুস্বাগতম সোফি মল
৯. বউ বউ খেলা তিনজনে
১০. নদী তুমি কোন কথা কও
১১. ক্ষুদ্রের দেবতা
আম্মুর গভীর স্বপ্ন,স্বপ্নে উড়ে যাচ্ছিল ডানা ঝাপটে নিচে আরো নিচে।আম্মুর পেটে যখন রাহেল ও এস্থা ছিল তখন অনেক ব্যাথা দিয়েছিল কিনা রাহেল ও এস্থা তা জানতে চায় আম্মুর কাছে।আম্মুর নিজেকে নতুন করে ভাবা,শরীর পূর্বের ও বর্তমানের পার্থক্য,আম্মুর মনের উৎকন্ঠা, এস্থা ও রাহেল কে সবসময় ভালোবাসায় ভরিয়ে দিবে এই প্রতিজ্ঞা করে আম্মু।
১২. কর্ণ কুন্তীর সংবাদ
কর্ণ ও কুন্তীর মা ছেলের কাহিনি, কুন্তী কর্ণকে পান্ডবদের বিরুদ্ধে যুদ্ধে যেতে বারণ করে।কর্ণ বলে “অর্জুন কে আমি বধ করবই,হয় সে মরবে হয়তো আমি মরবো”।
১৩. আশা নিরাশার খেলাঘর-
এক লোকের দুই যমজ পুত্রের দুই রকম আচরণ,পিট ছিল আশাবাদী, স্টুয়ার্ট ছিল হতাশাবাদী। আম্মুর হঠাৎ করে রেগে যাওয়া,এস্থা ও রাহেলকে ধমকের সুরে বলা” আমাকে একা থাকতে দেও”।
১৪. কর্মই ধর্ম
১৫. অতিক্রমণের গান
১৬. সময়ের ঘন্টাধ্বনি
১৭. এখানে তোমার কেউ নেই
১৮. ইতিহাস কথা কয়
১৯. মায়ের মতো আপন কেহ নাই
আম্মুর জেল হওয়া রোধ করতে এস্থা ও রাহেলের দূর্ত ফন্দি, ভেলুথার মৃত্যু।
২০. গন্তব্যের গাড়ি
আম্মুর একটা স্কুল খোলার পরিকল্পনা, সেই স্কুলে রাহেল ও এস্থা পড়াশোনা করবে,আম্মুর মনে হয়েছিল এভাবে তাদের ভাগ্য পরিবর্তিত হবে।
২১. জীবনের মূল্য
আরো বই রিভিউ পড়ুন
- অপেক্ষা বুক রিভিউ। হুমায়ূন আহমেদ। উপন্যাস
- ব্ল্যাকহোল সুপ্রিয় সাহা। বই রিভিউ
- কারাগারের রোজ নামচা বই রিভিউ
- অসমাপ্ত আত্মজীবনী বই রিভিউ

পাঠক,লেখক,বিতার্কিক,মুক্তমনা জ্ঞানপিপাসু।