জুদাইজম লেখক মাসরুর ইশরাক

জুদাইজম বই রিভিউ

বইয়ের নাম: জুদাইজম

লেখকের নাম: মাসরুর ইশরাক

প্রচ্ছদ শিল্পী: সজল চৌধুরী

প্রকাশনা: ভূমিপ্রকাশ

প্রকাশকাল: মার্চ,২০২১

মুদ্রিত মূল্য: ৪৮০

উপহার পাওয়ার সুবাদে ‘জুদাইজম’ বইটি পড়া শুরু। যেহেতু এ ধাঁচের বই পড়ার পূর্ব অভিজ্ঞতা নেই তাই পুরো বইটি পড়ার সময় বারবারই মনে হয়েছে হিব্রু সভ্যতা ইহুদি জাতির সেইসব জগত পরিভ্রমণ করছি। বইটিতে জুদাইজমের তিনটি বিষয় সামগ্রিকভাবে তিন ভাগে আলোচনা করা হয়েছে। প্রথমভাগে রয়েছে – হিব্রুদের ইতিহাস, দ্বিতীয় ভাগে রয়েছে- হিব্রু জাতির ধর্মীয় বিশ্বাস অর্থাৎ জুদাইজম তথা ইহুদি ধর্ম সম্পর্কে আলোচনা, এবং তৃতীয় ভাগে- ইহুদি এস্কেটোলজি,মেসিয়াহ,জায়েনিজম,খ্রিস্টান এবং মুসলিম সম্পর্কে ইহুদিদের ধারণা,পরকালীন জীবন নিয়ে ইহুদিদের বিশ্বাস এবং বর্তমান বিশ্বে ইহুদিদের বিস্তর অবস্থানের কারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটিতে ধর্মীয় ইতিহাস লেখার ক্ষেত্রে লেখক যেসব নিয়ম অনুসরণ করেছেন তা প্রশংসার যোগ্য। জুদাইজম কী?,জুদাইজমে ঈশ্বরের ধারণা, প্রাচীন মিশরের জাদুবিদ্যা, হিব্রু আইন,বিভিন্ন ধর্মে মোসিয়াহর ধারণা, জায়েনিজম- এই অংশগুলো বিশেষভাবে ভালো লেগেছে। বিস্তর তথ্যের উপস্থাপনা লেখক সুনিপুণ ভাবেই করেছেন।

বইয়ের প্রচ্ছদটিও বেশ লেগেছে। (দুএকটা প্রিন্টিং মিসটেক ছিল এবং বইটি মনোটনিক মনে হতে পারে কিছু জায়গায়) নন ফিকশন পছন্দকারীদের জন্য ‘জুদাইজম’ এবং ইহুদি জাতির আদ্যোপান্ত জানার জন্য চমৎকার একটি বই বলা যায়। ইতিহাস এবং বিপুল তথ্যের সমাহারে রচিত এই বইটি পাঠকদের জানা-অজানা জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করবে বলে মনে করি।

বইটি যেভাবে ক্রয় করতে পারেন

রকমারিডটকম থেকে নিতে পারেন।

মামুনা মুবাশ্বিরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Leave a Comment