Janwar bangla movie 2021
Janowar bangla movie 2021
জানোয়ার ২০২১
নাম: জানোয়ার ২০২১ – Janowar 2021
Language: বাংলা (বাংলাদেশ)
Genre : Crime, Drama, Thriller
Platform : Cinematic App
আমরা কোনো “ধর্ষন” কিংবা “খুন” অথবা “ধর্ষণ করে তারপর খুন করছে” এমন কোনো নিউজ দেখি তখন আমরা বলি মানুষগুলা কি খারাপ?কিন্তু যদি আপনার চোখের সামনে এই জিনিসগুলা দেখতেন তখন শুধু বলা না আপনার মাথাটা হ্যাং দিয়া যাবে এটা ভেবে যে মানুষ এতটাও খারাপ হয় কিভাবে? এমন ই একটা জিনিস, সত্যি ঘটনাকে কে পর্দায় তুলে এনেছেন রায়হান রাফি।
Janwar bangla movie 2021 প্লট: ২০২০ সালের ২৩শে এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার (আবদার) এলাকায় মা, দুই মেয়ে ও এক ছেলেকে জবাই করে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা। এইটাই মুল ঘটনা।

কিছু কিছু Holluwood, Bollywood, Korian সিনেমা দেখেছি তাদের দেশের সত্য ঘটনা অবলম্বনে তৈরি, তাদের প্রেক্ষাপটে। আর আজকে আমি দেখলাম আমাদের দেশের এমন একটা সিনেমা। এর আগে একটা দেখেছিলাম ” আগষ্ট ১৪“। সেটাও রায়হান রাফির। তবে এই ঘটনা টা আগের ওইটার থেকে অনেকগুন বেশি হৃদয়বিদারক। আপনি দেশের খবরাখবর সম্পর্কে জানলে এইটা জানার কথা। কিন্তু বড় কথা হল এই বিষয় টাকে মানুষের সামনে দেখানো সিনেমার দ্বারা, এটা সত্যিই চ্যালেঞ্জ এর ব্যাপার।
janwar bangla movie 2021 history:
মুভিতে দেখা যায় সুখী একটি পরিবার। বাবা থাকে দেশের বাইরে। মা তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকে। ছোট্ট মেয়েটির জন্মদিন রাত বারোটা বাজলেই। রাত আড়াইটা ছোট্ট মেয়েটির জন্ম তাই সে ঠিক করেছে ঠিক আড়াইটা বাজেই কেক কাটবে। কখন আড়াইটা বাজবে এ নিয়ে অস্থির সে। আড়াইটা কি বাজবে নাকি তাদের সবার জন্য অপেক্ষা করছে অন্য কিছু? আপাতত এতটুকুই থাক। বাকিটা সিনেমাতে দেখে নিবেন প্লিজ !
Cinemetic App টা ডাউনলোড করে ৯ টাকা দিয়া তিন দিনের সাবস্ক্রিপশন কিনছিলাম। একটু অপেক্ষা করতে পারতাম পাইরেসির অপেক্ষায়। কিন্তু মানুষের রিভিউ দেখে আর অপেক্ষা করতে পারছিলাম না। কিন্তু এখন মনে হচ্ছে ৯টাকা না, ৯৯ টাকা দিয়াও যদি দেখতাম তাতেও কম হয়ে যেত।
চমৎকার এই মুভিটি যদি উপভোগ করতে চান তবে সিনেমাটিক অ্যাপ ডাউনলোড করে ৯ টাকা দিয়ে তিন দিনের সাবস্ক্রিপশন কিনে দেখে নিন ।
ট্রেলার লিংক:
রিভিউ :সামিউল হক নিঝুম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।

Hi, I am Sami, I have been writing on Jibhai.com for about 1 year, this is my site, and I am a part of Jibhai.com.
এ ধরনের অপরাধ এত সহজেই দেখানোটা মোটেও শ্রেয় হয় নি এবং এইধরনের মুভি ইউটিউবেও এভেলএভেল হওয়াটা মোটেও কাম্য ছিল না।কারণ এই আর্তনাদগুলো কখনোই অপরাধীদের হৃদয়ে পৌছাবে না।এসব মুভিগুলাতে শাস্তির চেয়ে ও অপরাধগুলাকে হাইলাইট বেশি করে।যার কারণে মুভিটা সচেতন করার চেয়েও মস্তিষ্ক বিকৃত করার জন্য যথেষ্ট বলে মনে করি।এটা মোটেও একটা রিকমেন্ডেড মুভি নয়🙂