সাদাত হোসাইনের: ছদ্মবেশ
তরুণ লেখকদের মধ্যে লেখার ইচ্ছা শতভাগ থাকলেও পাঠক মন জয় করার মতো ক্ষমতা ।তাদের কলমে খুব কমই আছে বলে আমার এতো দিন মনে হতো । কিন্তু হঠাৎ একদিন কি মনে করে ভাবলাম তরুণ প্রজন্মের কোন লেখকের একটা বই পড়ে দেখলে কেমন হয় ?তাই মোটামুটি যাচাই করে তরুণ লেখক সাদাত হোসাইন এর বেশ কয়েকটি বই কিনলাম ।যার মধ্যে ছদ্মবেশ ও ছিল ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থীর হাতে সত্যিই অন্যরকম একটা যাদু আছে ।তাঁর লেখা ” ছদ্মবেশ ” উপন্যাস টা পড়ে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেছি ।
যাইহোক,বাংলাদেশের সাহিত্য অঙ্গনে নতুন দের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও খুব কম সংখ্যক লেখক আছেন ।যারা পাঠক দের মনে তাদের লেখার মাধ্যমে স্থান করে নিয়েছেন । যারা বাংলাদেশের সাহিত্য কে নিয়ে গেছে আরোও উচ্চ পর্যায়ে ।
উপন্যাসের প্লট:
লতিফুর রহমান বাথরুমের দরজাটা খুললেন । তারপর চিৎকার করতে গিয়েও আচমকা থমকে দাঁড়ালেন । তার হাত – পা কাপছে । তিনি টলছেন । মনে হচ্ছে তার চারপাশের জগৎটা চরকির মতাে পাক খেয়ে খেয়ে ঘুরছে ।
পেটের ভেতর গুলিয়ে বমি হয়ে উঠে আসছে নাড়ি – ভুঁড়ি । তিনি তীব্র আতঙ্ক নিয়ে আরাে একবার চোখ মেলে তাকালেন ।
বাথরুমের মেঝেতে কাত হয়ে পড়ে আছে একটা লাশ । লাশটার গলা থেকে মাথাটা প্রায় ছুটে এসে বিভৎসভাবে ঝুলে আছে বুকের ওপর ।
পচে যাওয়া লাশটার শরীর বেয়ে ভনভন করে উড়ছে মাছি ।
সুতরাং প্রশ্ন হলো খুনি কে ? লতিফুর রহমান সাহেব? নাকি অন্য কেউ ? আর খুন হওয়া ব্যক্তিটাই বা কে ?
এসব উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে সাহাত হোসাইন ভাইয়ের লেখা “ছদ্মবেশ ” উপন্যাস টা পড়তে হবে ।
সুতরাং চমৎকার এই বইটি পড়ত। আপনি চাইলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকে অর্ডার করতে পারেন ।
অথবা যে কোন সাধারণ বইয়ের দোকান থেকে কিনতে পারেন ।
রকমারি ডট কম – ২০৪ ৳( চার্জ প্রযোজ্য )সাধারণ দোকান – ১৮০৳
রিভিউ লেখক :
রিফাত আনজুম
সালিমগঞ্জ ডিগ্রি কলেজ।
পেরিয়ড পেট ব্যথা কারণ এবং করণী সমন্ধে জানুন

Hi, I am Sami, I am studying public administration at Chittagong university.