জ্বিভাইডটকমের মেম্বার হয়ে লিখুন
জ্বিভাইডটকমের মেম্বার হয়ে লিখুন আপনি চাইলে জ্বিভাইডটকমের টিমে যুক্ত হয়ে লিখতে পারেন। এক্ষেত্রে জ্বিভাইডটকম লেখকদের সম্মানের সহিত মূল্যায়ন করে। আপনি আপনার নিজের তথ্য নিজের ক্রেডিট তথা নিজের নাম সহ ছড়িয়ে দিতে আমাদেরকে লিখা পাঠাতে পারেন। জ্বিভাইডটকমে লিখা শুরু করার আগে কিছু নির্দেশিকা বাধ্যতামূলকঃ • লিখার বিষয় নির্বাচন ক্ষেত্রে যেহেতু জ্বিভাইডটকম রিভিউ আর্টিকেল ভিত্তিক অনলাইন প্লাটফর্ম তাই আপনি যেকোনো ধরনের রিভিউ লিখলে বেশি প্রাদান্য দেওয়া হবে যেমনঃ বই , মুভি , টিভিসিরিজ, গেমস, ট্র্যাভেল ইত্যাদি নিয়ে রিভিউ বা পর্যালোচনা লিখেতে পারেন।
• আপনার লিখার মানসম্পন্নতা খুববেশী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জ্বিভাইডটকম বিশ্বাস করে সকল মানুষই পারে যদি সে চেষ্টা করে। তাই আপনার লিখা যেমনই হোক জ্বিভাইডটকম ইতিবাচকভাবে নিবে।
• আপনার লিখার সত্যতা থাকতে হবে। সত্যতা বিষয়টা জ্বিভাইডটকমের আদর্শ।
• আপনার কোনো লেখায় ধর্ম-বর্ণ , জাতি বা লিঙ্গের কোনো মানুষকে ছোট করা যাবেনা।
• জ্বিভাইডটকম উস্কানিমূলক লেখা-লেখিতে অনুমতি দেয়না।
• জ্বিভাইডটকম কোনো রাজনৈতিক বা ধর্মীয় উগ্র লেখা-লেখিতে অনুমতি দেয়না।
• তথ্যের উৎসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনির্ভরযোগ্য উৎস হতে তথ্য সতর্কতা অবলম্বন করতে হবে, সত্যতা হল জ্বিভাইডটকমের আদর্শ।
. কোনো ওয়েবসাইটের তথ্য নেওয়া হলে ঐ ওয়েবসাইটের URL উল্লেখ করতে হবে।
. কোনো বইয়ের তথ্য নেওয়া হলে প্রয়োজনীয় জায়গায় বুকমার্ক দিতে হবে । লেখার শেষে ,বইয়ের নাম-লেখক নাম-পৃষ্টা নং-সংস্করন নং, প্রকাশক ইত্যাদি উল্লেখ করতে হবে।
.উইকিপেডিয়াকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করা যাবেনা।
• কোনো ধরনের কপি পেস্ট গ্রহণযোগ্য হবেনা।
• আর্টিকেল কমপক্ষে ৩০০ শব্দের হতে হবে, তবে এরকোনো সর্বোচ্চ সীমা নাই।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার লেখায় আপনার নাম সহ ক্রেডিট থাকবে। আপনি যদি নিয়মিত লিখা পাঠাতে থাকেন তাহলে আপনাকে একটি স্থায়ী আইডি নাম্বার দেওয়া হবে এবং আলোচনার মাধ্যমে সম্মানীর ব্যবস্থা করা হবে। লিখা পাঠাতে ইমেইল করুনঃ [email protected]
Get In Touch
Meet Us
Muslimabad, Patenga, Chittagong
Call Us
+8801857157650