জ্বিভাইডটকম সম্পর্কে
জ্বিভাইডটকম সম্পূর্ণ বাংলায় লিখিত রিভিউ আর্টিকেল অনলাইন প্লাটফর্ম। ২০২০ সালে এটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা আরমান খান এর দ্বারা। বর্তমান সময়ে দেশীয় এবং বিদেশি বিভিন্ন সিনেমা, বই,ট্র্যাভেল,গেমস ,ইত্যাদি ভালোমন্দ পর্যালোচনা করার জন্য জ্বিভাইডটকম প্রতিষ্ঠিত হয়েছে।তাই আর্টিকেল রিভিউ এর সমাহার জ্বিভাইডটকম তার কার্যপরিধি বৃদ্ধি করে আপনাদের ভালবাসায় সার্বক্ষনিক সেবা দিয়ে যাবে।
জ্বিভাইডটকমের উদ্দেশ্যঃ জ্বিভাইডটকম বিশ্বাস করে একটা জিনিসেরভালমন্দ আলোচনায় তার বিষয়ে স্পষ্ট জ্ঞান পাওয়া যায়।আর এ ভালমন্দ পর্যালোচনায় সত্যতা খুবি প্রয়োজন।আর এ বিশ্বাস থেকে সত্যতাকে আদর্শ হিসেবে গ্রহন করে জ্বিভাইডটকম।এভাবেই জ্বিভাইডটকম তার উদ্দেশ্য ঠিক করে। জ্বিভাইডটকমের উদ্দ্যেশ্য হল সকল বিষয়ে পর্যালোচনা করে সবাইকে জানানো। জ্বিভাইডটকম দেশীয় এবং বিদেশী তথা আন্তর্জাতিক সকল ক্ষেত্রের তথ্য সমূহ সহজেই বাংলা ভাষায় পর্যালোচনা করে সবাইকে পড়ার সু্যোগ করে দেয়। অতপর এখানেই জ্বিভাইডটকম তার স্বার্থকতা খুজে পায়।